রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্ম বৈষম্যের সুযোগ নেই: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা না করে সবাই যাতে একসাথে থাকতে পারে সেজন্য দেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সোমবার (৩ অক্টোবর) রাতে চাঁদপুরের হাইমচর উপজেলার শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মের মধ্যে বৈষম্য সৃষ্টির কোনো সুযোগ নেই। বরং রাষ্ট্র যেন কোনো ধর্মে বৈষম্য না থাকে তা নিশ্চিত করতে চায়। কোনো ভেদাভেদ না করে সবাই মিলে গড়ে তুলবো স্বপ্নের সোনার বাংলা। দীপু মনি বলেন, আমরা বাঙালি, আমাদের সব ধর্মের মানুষ আছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই মিলে বাংলাদেশ। সবাই এ দেশ স্বাধীন করেছে। এই দেশ গড়েছে মায়ের মতো।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাই থোয়াইল্লা চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. রনজিত রায় চৌধুরী। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: