মোঃ শাকিল শেখ

সাভার করেসপন্ডেন্ট

ছিনতাইকারীর ছুরিকাঘাতে চিকিৎসাধীন মোটরসাইকেল আরোহীর ১৪দিন পরে মৃত্যু

                       
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, ৪ অক্টোবর ২০২২

সাভারের আশুলিয়ায় যাত্রীবেশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজিব হোসেন (৩৪) নামের রাইড শেয়ারকারী মোটরসাইকেল আরোহী ১৪দিন যাবত চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে মৃত্যু হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) রাত ১০ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ। এর আগে সোমবার ভোর রাতে রাজিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত রাজিব টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গোয়ারিয়া গ্রামের জাফর মিয়ার ছেলে। তিনি তার নিজ বাড়িতে থেকে মোটরসাইকেল রাইড শেয়ার করে করতেন।

নিহতের বাবা জাফর মিয়া বলেন, আমি আমার বাড়িতে থেকে কৃষিকাজ করি। আমাদের সঙ্গে থেকে রাজিব তার ডিসকভার মোটরসাইকেল দিয়ে ভাড়ায় যাত্রী পরিবহন করতো। গত ১৮ সেপ্টেম্বর সকালে রাজিব বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। ১৯ সেপ্টেম্বর রাত তিনটার দিকে খবর পাই, নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকার পদ্মা ফিলিং স্টেশনের সামনে থেকে ছুরিকাহত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে আমার আহত ছেলের কাছ থেকে জানতে পারি যে, সে গত ১৯ সেপ্টেম্বর রাতে বাইপাইল বাসস্ট্যান্ড থেকে চন্দ্রার উদ্দেশ্যে দুইজন যাত্রী নিয়ে রওনা হয়। পরে রাত আড়াইটার দিকে কবিরপুর ঘটনাস্থলে পৌঁছলে যাত্রীর একজন ছুরি দিয়ে পেটে আঘাত করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই আজ ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রাশিদ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছি।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]