ডিবি পরিচয়ে চাঁদাবাজি, অবশেষে গ্রেফতার ডিবির হাতেই

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ১১:১৪ এএম

চট্টগ্রামে ডিবি পুলিশ সেজে দীর্ঘদিন থেকে চাঁদাবাজি, চুরি ও লোকজনকে মারধর করতেন মো. মাঈন উদ্দিন ওরফে বাবু ওরফে নোহা বাবু (৪২)। তবে শেষে রক্ষা হয়নি। অবশেষে গ্রেফতারও  হয়েছেন ডিবির হাতেই।গতকাল সোমবার (৩ অক্টোবর) সকালে নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত ব্যাক্তি চট্টগ্রামের আনোয়ারা থানার ডুমুরিয়া গ্রামের মোস্তাক হাজীর বাড়ি এলাকার মৃত শামছুল আলমের ছেলে।গ্রেফতারের পর ইতিমধ্যেই তাকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা সহ সকল ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম-বন্দর) জোনের পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার মাঈন উদ্দিনের বিরুদ্ধে ডিবি পুলিশ সেজে চাঁদাবাজি, চুরি ও লোকজনকে মারধরের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে হালিশহর থানায় শনিবার একটি মামলা হয়। ওই মামলায় সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: