জন প্রতিনিধিদের দ্বারে দ্বারে যাচ্ছেন জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থীরা

গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোণষার পর থেকে পাবনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দিতা করার লক্ষ্যে ৫জন প্রার্থী জনপ্রতিনিধি ভোটারদের দ্বারস্থ হয়ে ভোট প্রার্থনা করছেন।
নির্বাচনে চাটমোহর উপজেলায় সাধারণ সদস্য পদে একজন ও চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর এ তিন উপজেলা মিলে একজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন। সাধারণ সদস্য পদে প্রার্থীরা হলেন, চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সাবেক সদস্য মো. হেলাল উদ্দিন, জেলা পরিষদের সাবেক সদস্য ও চাটমোহর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পলাশ, নিমাইচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নিমাইচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, পাবনা জজ কোর্টের আইনজীবী এ্যাড. সাইদুল ইসলাম চৌধুরী ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের উপজেলা শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম বিদ্যুৎ।
চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর এ তিন উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা সদস্য পদে চাটমোহরের সাবিনা ইয়াসমিন রানী নির্বাচনে প্রার্থী হয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পরে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত চাটমোহর উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: