ধামইরহাটে র্যাবের হাতে আটক ৩ জন সাইবার অপরাধী

রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) থেকে: নওগাঁর ধামইরহাটে অনলাইনে অবৈধ লেনদেন এর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অপরাধে তিনজন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব। গত মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধা ৭টায় উপজেলার হরিতকীডাঙা বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটক আসামিরা একই এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. মোরশেদুল ইসলাম (২০), সেকেন্দার আলীর ছেলে মো. মাজেদুল ইসলাম (২১) এবং দুলাল হোসেনের ছেলে মো. সুমন হোসেন (১৯)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে ওইদিন হরিতকীডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয় এবং তাদের নিকট থেকে ৪টি স্মার্টফোন, ২টি ল্যাপটপ, ৯টি সীম কার্ড ও ২টি মেমোরী কার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীগণ ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। পাশাপাশি অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এর মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩০(১)(ক)/৩৫ ধারায়” মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: