প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলার প্রয়াত সাংবাদিকদের স্মৃতিচারণ ও মাগফিরাত কামনায় স্মরণ সভা করেছে নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাব। ৫ অক্টোবর বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মাধবীলতা সিটি প্লাজায় নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আলোচনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ মনির হোসেন।
আরো বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, মোঃ সায়মন ইসলাম, এম এ এম সাগর, মেহেদী মঞ্জুর বকুল ও মশিউর রহমান। আরো বক্তব্য রাখেন দৈনিক অপরাধ রিপোর্টের সম্পাদক মাসুদুর রহমান দিপু, দৈনিক আজকের নীর বাংলার প্রধান সম্পাদক গোলাম কিবরিয়া খোকন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূর মোহাম্মদ নূরু, নিউজ এ টু জেড এর সম্পাদক রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্য মনিকা আক্তার, মোঃ সুমন, দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি অপু রহমান, নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সদস্য মাজহারুল ইসলাম মুন্না, জাহিদ হাসান, ইউসুফ আলী প্রধান, আশিকুর রহমান সাজু, সোহেল আহমদ, শরিফুল ইসলাম সুমন প্রমুখ। স্মরণ সভায় উপস্থিত ছিলেন মরহুম সাংবাদিক আনোয়ার উদ্দিন মিয়ার বড় ছেলে মনোয়ার হোসেন সানী, ফটোসাংবাদিক নাদিম ও ফটোসাংবাদিক জনির সহধর্মিণীরা।
উল্লেখ্য, প্রয়াত সাংবাদিকরা হলেন আনোয়ার উদ্দিন মিয়া, এস এম বাবুল, আনিসুজ্জামান অনু, ইলিয়াস আলী, কামাল হোসেন, মেহেদী হাসান নয়ন, তানভীর আহমেদ রনি, মঞ্জুর আহম্মেদ অনিক, শফিকুল ইসলাম জনি, নাদিম আহমেদ ও খায়রুল ইসলাম প্রমুখ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: