প্রতিমা বিসর্জন দেয়া হলোনা যুবকের

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ০৮:০৬ পিএম

বগুড়ার শেরপুর পৌর শহরের পূবালী সংঘ পূজা মন্ডবে বিসর্জনের জন্য প্রতিমা নামাতে গিয়ে রুপম কর্মকার জগো (৩২) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। বুধবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে শিশুপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার মৃত রঘুনাথ কর্মকারের ছেলে রুপম কর্মকার জগো বিসর্জনের জন্য পূবালী সংঘ পূজা মন্ডবের প্রতিমা নামাতে যায়। এ সময় মন্ডবের সাজসজ্জারত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: