'বিশ্ববাসী, মিথ্যোবাদীদের আর কতো অপমান করবেন?'

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ১০:১১ পিএম

সম্প্রতি আবারও আন্তর্জাতিক পুরুস্কার পেয়েছেন দেশের কিংবদন্তি ব্যাক্তিত্ব নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার এমন প্রাপ্তিতে বুধবার (৫ অক্টোবর) বর্তমান প্রজন্মের কাছে অত্যান্ত জনপ্রিয় লেখক, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল নিজের ফেরিফায়েড পেইজে এক স্ট্যাটাসে মুহাম্মদ ইউনূসের সমালোচনাকারীদের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন।

আসিফ নজরুল স্ট্যাটাসে লিখেন, 'বিশ্ববাসী, আর কতো অপমান করবেন দেশের হিংসুক, মামলাবাজ, মিথ্যোবাদীদের? স্যারকে একেকটা বিশ্বসেরা পুরষ্কার দেন, এদের তো কলিজা ফেঁটে যায়! তবে স্যার আপনি নিজে একটা জিনিষ মনে রেখেছেন। কোটি অপপ্রচার আর মিথ্যে মামলাতেও আপনার প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসা এরা একটুও কমাতে পারেনি।'

এ সময় কঠোর সমালোচনা করে তিনি লিখেন, 'মানুষ জানে এরা যার বিরুদ্ধে যতো লাগে, তিনি ততো বড় খাঁটি মানুষ।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: