মাদক ব্যবসায়ীকে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ০৬:৫৯ পিএম

ফতুল্লায় ইমন (২২) নামের এক যুবককে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে ফতুল্লার নিউ হাজীগঞ্জস্থ আজাদ বক্সের পরিত্যক্ত বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। ইমন ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের দেলোয়ার হোসেনের ভাড়াটিয়া। নিহতের গলায় পেচানো লোহার চেইন ও দড়ি পেয়েছে পুলিশ। তাছাড়া শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মাদক ব্যবসার কোন্দলকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। ইমন তার বাবা-মায়ের সাথে থাকতো না। তার অন্যত্র বিয়ে করলে বাবাও দ্বিতীয় বিয়ে করে। ইমন নিজে মাদক বিক্রি করতো এবং নিজে মাদক সেবন করতো।

নিহতের বাবা ইব্রাহিম হোসেন ইবু জানান, ইমন মাদকাসক্ত ছিলো। স্থানীয় কিছু মাদকাক্তদের সঙ্গে চলা ফেরা করতো। তাকে মাদকমুক্ত করতে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু মাদক ছাড়েনি। তার ধারণা, মাদক নিয়ে বিরোধের জের ধরে অন্যান্য মাদকাসক্তরাই ইমনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তার পিঠেও আঘাতের রক্তাক্ত জখম রয়েছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) কাজী মাসুদ রানা জানান, ধারণা করা হচ্ছে মাদক নিয়েই এই ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোন সময় হত্যাকাণ্ডটি হতে পারে। তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: