সন্তান জন্মের ২৪ ঘণ্টা না যেতেই প্রেমিকের হাত ধরে পালালেন মা

                       
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, ৬ অক্টোবর ২০২২

লক্ষ্মীপুরের রায়পুরে বেসরকারি হাসপাতালে সন্তান জন্মের মাত্র ২৪ ঘণ্টা না যেতেই প্রেমিকের হাত ধরে পালিয়েছেন ইমু নামে এক গৃহবধূ। তবে মা পালিয়ে গেলেও নবজাতকটি রয়েছে হাসপাতালে। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. রোমান। এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় রায়পুর জনসেবা হাসপাতালে এ ঘটনা ঘটে।

বর্তমানে এই বিষয়ে তদন্ত করছে পুলিশ। ঘটনায় পরবর্তীতে রায়পুর থানায় লিখিত অভিযোগ করেছেন নবজাতকের বাবা মো. সুমন। অভিযুক্ত ইমু উপজেলার চরপাতা গ্রামের আব্দুর রশিদ মাস্টারবাড়ির শামসুল হকের মেয়ে। অভিযুক্তের স্বামী সুমন বলেন, প্রায় দুই বছর আগে ইমুকে বিয়ে করি। দেড় বছর ধরে ঢাকায় বাস চালিয়ে জীবিকা নির্বাহ করছি। তবে বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই আমার সঙ্গে ঝগড়া করতেন ইমু। অনেকের সঙ্গে পরকীয়াও করতেন। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। তবু তাকে ফেরাতে পারিনি।

তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করে নানাভাবে হয়রানি করেন ইমু। তবে সন্তানের কথা ভেবে ঢাকায় ভাড়া বাসায় থাকি। কয়েকদিন আগে তাকে নিয়ে বাড়িতে আসি। সোমবার সকালে প্রসব বেদনা নিয়ে রায়পুর জনসেবা হাসপাতালে ভর্তি হন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় ছেলেসন্তান জন্ম দেন। বুধবার সন্ধ্যার আগে প্রেমিক মো. হাসানের হাত ধরে পালিয়ে যান স্ত্রী। আমার সন্তান এখনো হাসপাতালে রয়েছে। তার মুখে খাবার স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

মুঠোফোনে ইমু বলেন, আমাকে দ্বিতীয় বিয়ে করেন সুমন। বিয়ের পর থেকে স্বামী ও শাশুড়ি আমাকে শারীরিক নির্যাতন করেছেন। এ কারণে বাচ্চা হাসপাতালে রেখে অজ্ঞাতনামা স্থানে চলে এসেছি। তাদের ওপর প্রতিশোধ নিতেই এ কাজ করেছি। সুমনের সঙ্গে আমার এক বছর আগেই সম্পর্ক শেষ হয়ে গেল। রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুমন। নবজাতকটি নানি, দাদি, ফুফু ও বাবার কাছে হাসপাতালে রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]