ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপ, ২ চালক আহত

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ১০:২০ পিএম

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের দুই চালক আহত হয়েছেন। এছাড়াও ইঞ্জিনের সামনের কাচ ভেঙে যায়। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পাহাড়তলীর কৈবল্যধাম এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত দুজনের অবস্থা শঙ্কামুক্ত, পাথরের আঘাতে গ্লাস ভেঙে তাদের হাত সামান্য কেটে গেছে। আহত দুজন হলেন— ট্রেন চালক (লোকোমাস্টার) মুন্সী মোহাম্মদ রাসেল এবং সহকারী চালক সুমন কুমার শীল।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাচ্ছিল। ট্রেনটি পাহাড়তলী স্টেশন দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা পাথর ছুড়ে। এতে ২৭০৬ লোকো (এলএম সাইটের) সামনের কাচ সম্পূর্ণ ভেঙ্গে ক্যাব রুমে প্রবেশ করে। এ ঘটনায় ট্রেনের চালক আহত হয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: