সাকিবকে ছাড়াই পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ০৯:২০ এএম

ভিসা জটিলতা কাটিয়ে নিউজিল্যান্ডের মাটিতে সাকিব পৌঁছেছেন গতকাল। আজ শুক্রবার (৭ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে তিনি খেলবেন কি না, তা নিয়েও ছিল সন্দেহ। টসের সময়ই মিলল সে প্রশ্নের উত্তরের। পাক অধিনায়ক বাবর আজমের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক হিসেবে টস করতে নামলেন নুরুল হাসান।

কালই নিউজিল্যান্ডে পৌঁছেছেন বলে সাকিবকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি বাংলাদেশ। সামনেই তো বিশ্বকাপ! তাই অধিনায়ক হিসেবে ফটোসেশনে যাওয়া নুরুল হাসানই গেলেন আজ টসে।

এর আগে টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নুরুল। বাবর আজমের পাকিস্তান ব্যাট করবে আগে।

বাংলাদেশ একাদশ: নুরুল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলি, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনাওয়াজ ধানি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: