শ্বাসনালীতে মায়ের বুকের দুধ আটকে প্রাণ গেল শিশুর

মায়ের দুধ সন্তানের প্রধান খাদ্য। তবে সম্প্রতি সাতক্ষীরার তালা উপজেলায় মায়ের বুকের দুধ পান করার সময় শ্বাসনালীতে দুধ আটকে ১০ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম নাফিজা। সে নগরঘাটা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় মো. কামরুল ইসলাম ও হাফিজা দম্পতির একমাত্র মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে দুধ খাওয়ানোর সময় শ্বাসনালীতে আটকে যায়। পরে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে ২০১৯ সালে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ওছিম উদ্দিনের ছেলে কামরুল ইসলামের সঙ্গে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকার আনারুল ইসলামের মেয়ে হাফিজা বেগমের বিয়ে হয়। চলতি বছরের জানুয়ারি মাসে নাফিজার জন্ম হয়।
নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রাত সাড়ে ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। একমাত্র মেয়ের এমন করুণ মৃত্যুতে বাকরুদ্ধ ওই দম্পতিসহ তার পরিবার। শিশুটির বাড়িতে চলছে শোকের মাতম।” এ বিষয়ে সাতক্ষীরা শিশু হাসপাতালের চিকিৎসক আবুল বাশার আরমান বলেন, “শিশুর দুধ খাওয়ানোর সময় শোবার অসুবিধার কারণে শ্বাসনালীতে অতিরিক্ত দুধ প্রবেশ করলে মৃত্যু হতে পারে।”
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
নিবন্ধন নং- ৩২
© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]
পাঠকের মন্তব্য: