'কমরেড বরুণ রায়ের চেতনা বাস্তবায়ন করলে সমাজের শ্রেণি বৈষম্য শেষ হবে'

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ০৯:৪৩ পিএম

সমাজের ধনী গরিবের পার্থক্য দূর করতে আজীবন লড়েছেন যিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাওরাঞ্চলের ধ্রুবতারা বর্তমান সময়ে কমরেড বরুন রায় খুবই প্রাসঙ্গিক। তার চেতনা বাস্তবায়ন করতে পারলে সমাজের শ্রেণি বৈষম্য শেষ হবে জানান,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল। শুক্রবার বিকালে কমরেড বরুণ রায় জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে এই স্মরণসভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন,সুনামগঞ্জ -১ আসনের সাবেক সফল সংসদ সদস্য উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক গনমানুষের ভালবাসায় সিক্ত জনপ্রিয় জননেতা কমরেড প্রসুন কান্তি বরুণ রায় স্মরণীয় হয়ে থাকবেন সর্বস্থরের মানুষের মনে তার কাজের জন্য। তাই সবাইকে এই গুনী মানুষের মত কাজ করার আহবান জানান।

মহান মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড বরুণ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে স্মরণসভায় তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমদ, সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার লিটন, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: