বৃষ্টি আইনে ৭ ওভারে ৪১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ১২:৩৪ পিএম

নারী এশিয়া কাপ ক্রিকেটে বৃষ্টির কারণে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি আবার শুরু হয়েছে। বৃষ্টির কন্ডিশনে টাইগ্রেসদের টার্গেট ৭ ওভারে ৪১ রান। এ লক্ষ্যেই ব্যাট করছে বাংলাদেশ।

এর আগে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানে অধিনায়ক চামারি আতাপাত্তুকে (১) বোল্ড করেন জাহানারা আলম। এরপর হর্ষিতা সমরবিক্রমাকে (১৮) সানজিদা আখতার এবং অনুষ্কা সঞ্জীওয়ানিকে (৮) রুমানা আহমেদ ফেরত পাঠান। দ্রুত পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।

নীলাক্সি ডি সিলভার ব্যাট হাতে ম্যাচে ফেরার চেষ্টা করেন তারা। বৃষ্টি থামার আগে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৮৩ রান। ২৮ রানে অপরাজিত থাকেন নীলাক্ষী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: