প্রবাসী স্বামীর ২০ লাখ টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী!

প্রবাসী স্বামীর ২০ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছেন স্ত্রী (২৭)। একই সঙ্গে পাশের বাসার ১৫ বছরের এক তরুণীকেও নিয়ে যায়। তবে ওই তরুণী তার এক প্রেমিকের সঙ্গে রয়েছেন। এ ঘটনায় সোমবার দুপুরে (১০ অক্টোবর) ওই গৃহবধূ ও তার প্রেমিককে আসামি করে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন প্রবাসীর মা। বাদীর আইনজীবী অ্যাডভোকেট আরিফ সত্যতা স্বীকার করেন।
জানা গেছে, প্রায় ১৩ বছর আগে রায়পুর পৌরসভার প্রবাসীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ওই গৃহবধূর। তাদের ঘরে ১২ ও ৯ বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি রামগতি উপজেলার আলেকজেন্ডার গ্রামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় ওই গৃহবধূ। ইতোমধ্যে বিষয়টি জানাজানি হলে গত ৫ অক্টোবর প্রেমিকের সঙ্গে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান গৃহবধূ। তবে প্রেমিকের সঙ্গে যাওয়ার সময় ইনস্যুরেন্সে জমানো এফডিআরের ১২ লাখ টাকা, নগদ ৭৫ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণ নিয়ে যায়।
ভুক্তভোগী সৌদি প্রবাসী স্বামী জানান, আমার স্ত্রী প্রবাস জীবনের জমানো ২০ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, সোমবার দুপুরে এ ঘটনা শুনেছি। আদালতে মামলা হয়েছে। তবে থানায় মামলা হয়নি।
তুহিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
নিবন্ধন নং- ৩২
© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]
পাঠকের মন্তব্য: