দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দাপুটে জয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দাপুটে জয় পেয়েছে ভারত। এদিন ১৮৫ বল হাতে রেখে শতক হাঁকিয়ে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে শিখর ধাওয়ানের দল। এর ফলে আইসিসি সুপার লিগের অংশ হিসেবে খেলা তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে নীল জার্সিধারীরা।
এদিন দিল্লির মাঠে টসে জিতে প্রোটিয়াদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে লজ্জায় ফেলে দেয় ভারতীয়রা। প্রথমবারের মতো ভারতের বিপক্ষে একশ রান তোলার আগেই অলআউট হয়েছে প্রোটিয়ানরা। বরাবর ৯৯ রান করতে প্রোটিয়ানরা প্যাভিলিয়নের পথ ধরে। ফলে জয়ের জন্য দলীয় শতকের প্রয়োজন ছিল ভারত। আর সেই শতক পেতে মাত্র ১৯ ওভার ১ বল নেয় দলটির ব্যাটসম্যানরা।
ফলে পাক্কা ২০০ বল হাতে রেখে প্রোটিয়ানদের বিপক্ষে জয় পায় দলটি। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বলের হিসাবে সবচেয়ে বড় জয় ভারতের জন্য। বলের ব্যবধানে ভারতের পঞ্চম সর্বোচ্চ বড় জয়ও। এর আগে কেনিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশ’র বেশি বলের ব্যবধানে জিতেছিল ভারত। এছাড়াও ইংল্যান্ড ও আরব আমিরাতের বিপক্ষে যথাক্রমে ১৮৮ এবং ১৮৭ বল হাতে রেখে জিতেছিল নীল জার্সিধারীরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবশ্য জিততে তিন উইকেট হারায় ধাওয়ানের দল। সর্বোচ্চ ৪৯ রান আসে শুভমান গিলের ব্যাট থেকে। এই ব্যাটসম্যান জয় থেকে মাত্র ৩ রান দূরে থাকতে ফিফটির আক্ষেপ নিয়ে এলবির শিকার হয়ে ফেরেন। এছাড়াও শ্রেয়াস আইয়ার ২৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
এর আগে ভারতীয় স্পিনারদের দাপটে টিকতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। ভারতীয়দের তিন স্পিনার ৮ উইকেট সংগ্রহ করেন। প্রোটিয়ানদের পক্ষে কেবল ৩ ব্যাটসম্যান ডাবল ডিজিটে পৌঁছাতে পারেন। এরমধ্যে সর্বোচ্চ ৩৪ রান আসে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। এছাড়াও ওপেনার জানেমান মালান ১৫ এবং মার্কো ইয়ানসেন করেন ১৪ রান।
ভারতের পক্ষে কুলদীপ যাদব ৪ ওভার ১ বলে ১৮ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন। এছাড়াও অফস্পিনার ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ আহমেদ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়াও ভারতীয়দের পক্ষে অন্য ২ উইকেট নেন পেসার মোহাম্মদ সিরাজ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: