শেরপুরে বিশ্ব শিশু অধিকার সপ্তাহের পুস্কার বিতরণ

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ০৭:৫৪ পিএম

শেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে জেলা শিশু একাডেমী হলরুমে এ পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শিশুদের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানোউল মোর্শেদ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু ও মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবীর। পরে পৃথক ১২ টা গ্রুপে ৩ জন করে মোট ৩৬ শিশুর মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিশু একাডেমীর শিক্ষার্থী, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: