সৌদি আরবের আবহায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

সৌদি আরবে আবহায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আলম (৪৫) নামে এক বাংলাদেশী। ১১ই অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় বিকাল ৪টায় মাখাইল আল বিরিক নামক স্হানে এই দুর্ঘটনা ঘটে। প্রবাসী মোহাম্মদ আলম (৪৫) এর বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামে। তার বাবার নাম আলী আহমেদ বলে জানা গেছে।
মাখাইল থেকে মোহাম্মদ মহিউদ্দিন নামে অপর এক প্রবাসী জানান, আলম আবহার মাহেল সানাইয়া এলাকায় এ্যালুমনিয়ামের কাজ করতেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২ টায় আল বিরিক নামক স্হানে এক সৌদি নাগরিকের ঘরের পরিমাপ কাজ করতে গিয়েছিলেন তিনি। বিকালে কাজ শেষে ফেরার পথে তাকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ উদ্ধার করে সেখানের স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
জানা যায়, ২০০৮ সালে জীবিকার সন্ধানে প্রবাসে আসেন আলম। সর্বশেষ ছয় মাস আগে দেশে ছুটি কাটিয়ে কাজে যোগ দেন। তার এমন আকষ্মিক মৃত্যুতে মাখাইল প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আলমের সংসারে স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে। তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছেন তার ভাই।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: