কালীগঞ্জে দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ০৩:১২ পিএম

মো. রিয়াদ হোসাইন, কালীগঞ্জ (গাজীপুর) থেকে: গাজীপুরের কালীগঞ্জে ১১৭৮ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকাল থেকে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস্ ঢাকা অঞ্চল কতৃর্ক আয়োজিত কোর্সটি বাস্তবায়ন স্কাউটস্ কালীগঞ্জ উপজেলা শাখা। এতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসসাদিকজামান।

বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেইনার শাহনাজ বেগম সাথীর পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, বাংলাদেশ স্কাউটস্ কালীগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, সহকারী কমিশনার আব্দুর রহমান আরমান প্রমুখ।

ওরিয়েন্টশনে প্রশিক্ষক হিসেবে কোর্স লিডার মো. জহিরুল ইসলাম, শাহনাজ বেগম, আমিরুল ইসলাম, ফাতেমাতুজ্জোহরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: