পীরগাছায় বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ০৫:৩৩ পিএম

‘বৈষম্যহীন শিক্ষা চাই, শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ চাই’ এই শ্লোগানে রংপুরের পীরগাছায় বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১২ অক্টোবর) সকাল ১১টায় পীরগাছা মহিলা কলেজ শিক্ষক কমন রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল তাহমিদুর রহমান সাবুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, বাকবিশিস এর রংপুর জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ মিঞা ও সাধারণ সম্পাদক রওশানুল কাওছার সংগ্রাম।

পীরগাছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক আব্দুল মাবুদ রাজার সঞ্চালনায় এসময় কমিটি গঠন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পীরগাছা রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজের প্রভাষক আহমেদ হোসেন, দেউতি কলেজের প্রভাষক শহিদুল ইসলাম, বহুমুখী সাঁটলিপি কলেজের প্রভাষক আনিছুর রহমান, পীরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, ইটাকুমারী কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন, অন্নদানগর কলেজের প্রদর্শক সংকর চন্দ্র বর্মন, খাদিজা আবেদীন কলেজের প্রভাষক আসাদুজ্জামান সহ আরও অনেকে। এছাড়াও উপজেলার বিভিন্ন কলেজের শতাধিক প্রভাষক, সহকারী অধ্যাপকরা উপস্থিত ছিলেন।

পরে পীরগাছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক আব্দুল মাবুদ রাজাকে আহবায়ক করে ১২সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। বাকিরা হলেন-পীরগাছা মহিলা কলেজের শহিদুল ইসলামকে ১নং যুগ্ম আহবায়ক, দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল তাহমিদুর রহমান সাবুকে ২নং যুগ্ম আহবায়ক ও পীরগাছা রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজের প্রভাষক আহমেদ হোসেনকে ৩নং যুগ্ম আহবায়ক করেন।

অন্য সাধারণ সদস্যরা হলেন-বহুমুখী সাঁটলিপি কলেজের প্রভাষক আনিছুর রহমান, দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম খাঁন, ইটাকুমারী কলেজের প্রভাষক অমল কুমার, পীরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, দেউতি কলেজের প্রভাষক মাজেদ মিয়া, খাদিজা আবেদীন কলেজের প্রভাষক শামীম মন্ডল, দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম ও রমজান আলী মুনশি কলেজের প্রভাষক সাইদুর রহমান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: