সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ০৫:৩৩ পিএম

সুনামগঞ্জে জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে নানান কর্মসুচির মাধ্যমে দিবসটি পালন করছে। সকালে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১১টায় শহরের নতুন শিল্পকলা একাডেমি হাসনরাজা মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

সভায় পৌর শ্রমিকলীগের সদস্য সচিব তৈয়বুর রহমান রাজের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন, সহ সভাপতি মোঃ মহসিন মিয়া, সহ সভাপতি আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম সুমন, মো.জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক দিদারুল বাশার অপু, দপ্তর সম্পাদক শাহিন মিয়া, সহ প্রচার সম্পাদক আমির শেখ, যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এ কে মিলন আহমেদ, সদর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র, পৌর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক রেজাউল হোসেন, ইয়াসিন মিয়া,তানভীর আহমদ মঈনুল ইসলাম, মাসুক আহমদ প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

আলোচনা সভায় বক্তাগন বলেন, ১৯৬৯ সালের এই দিনে (১২ অক্টোবর) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বৃহত্তম জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুবন্ধুর হাতে গড়া এই সংগঠনের আন্দোলন, সংগ্রাম ও সফলতার উজ্জ্বল। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সবাইকে ঐক্য বদ্ধ ভাবে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে কাজ করার আহবান জানানো হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: