বোচাগঞ্জে ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ০৬:৫৬ পিএম

মো. রাসেল ইসলাম, দিনাজপুর থেকে: দিনাজপুরের বোচাগঞ্জে ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের মাঝে পোডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুভ উদ্বোধন হয়েছে। বুধবার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকা ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।

কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুভ উদ্বোধন করেন ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি কমিটির সভাপতি রমিজা রৌফ চৌধুরী।

অভিভাবক ও স্বাস্থ্য কর্মীদের উদ্যোশে কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে গুরুপ্তপূর্ণ বক্তব্য রাখেন, বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবুল বাসার মো. সায়েদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, বোচাগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সাল হাসান প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: