অগ্নিকান্ড বিষয়ক মহড়া র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০১:০১ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন (দূর্যোগ ব্যবস্থাপনা শাখার) আয়োজনে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

‘দূর্যোগের আগাম সতর্ক বার্তা, সবার জন্য কার্য ব্যবস্থা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোত্তালিব আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ হেকমত আলী। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: