ঢাবিতে ছাত্র অধিকারের গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দায়ের করা পৃথক দু’টি মামলায় ছাত্র অধিকার পরিষদের কারাবন্দি ২৪ নেতাকর্মীর মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নেতাকর্মীদের মুক্তি ও ছাত্রলীগের হামলার বিচার দাবি করা হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ মানববন্ধন করে ছাত্র অধিকার পরিষদ।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সালেহ উদ্দিন সিফাতের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাইদ খান বলেন, পুলিশ তাদের এমন সময়ে গ্রেপ্তার করেছে যে তারা চিকিৎসা পর্যন্ত নিতে পারেনি। এভাবে তাদের গ্রেপ্তার এবং জামিন না দেওয়ার দৃষ্টান্ত মানবতাবিরোধী অপরাধ। ছাত্রলীগের এই হামলার বিচার করতে হবে। শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে।
এসময় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী নুসরাত তাবাসসুম বলেন, কোনো রকম উসকানি ছাড়াই ছাত্রলীগ হামলা করে। তারপর আবার পাশবিক হামলা চালায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হামলার কারণে তাদের গ্রেপ্তার করার বদলে আমাদের গ্রেপ্তার করে। আদালত জামিন না দেওয়ায় তিন জন পরীক্ষা দিতে পারেনি। এভাবে সরকার বিচারব্যবস্থাকে কুক্ষিগত করেছে। এভাবে অন্য দলের ওপর ছাত্রলীগের হামলা বাকস্বাধীনতায় হস্তক্ষেপ। আমরা অতি দ্রুত স্মরণ সভায় হামলা করার বিচার চাই।
আইন বিভাগের শিক্ষার্থী মোল্লা মোহাম্মদ ফারুকী আহসান বলেন, মতপ্রকাশের স্বাধীনতাকে এমনভাবে দমন করা হয়েছে যে আর স্বাধীনভাবে এখন আর কথা বলার সুযোগ নেই। আমাদের নিজেদের মতপ্রকাশের স্বাধীনতার টিকিয়ে রাখতে শুধু একটি স্মরণ সভা করার কারণে গ্রেপ্তার এই ২৪ জন শিক্ষার্থীর জন্য দাঁড়ানো জরুরি। নানাভাবে বিচ্ছিন্ন-বিভক্ত এই ক্যাম্পাসকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক জাবির আহমেদ জুবেল, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মোয়াজ্জেম হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল মিয়া প্রমুখ বক্তব্য দেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের দায়ের করা দুটো মামলায় শনিবার (৮ অক্টোবর) ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: