পীরগাছায় প্রকৃতি প্রেমিক হাসান মাস্টারের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০৬:৫২ পিএম

রংপুরের পীরগাছা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ও প্রকৃতি প্রেমিক রফিকুল হাসান পলিথিন ব্যবহার রোধকল্পে, বাসযোগ্য পৃথিবী গড়তে, পরিস্কার-পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়তে সবসময় অভিন্ন কৌশল অবলম্বণ করে থাকেন। তিনি গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে পলিথিনের ব্যবহার না করার জন্য বিভিন্ন প্রচারণা চালান। এসময় তিনি গলায় পটেটো ক্রেকার্স ও সিগারেটের খালি প্যাকেট ঝুলিয়ে বাইসাইকেল চালিয়ে বিভিন্ন সড়ক ও স্কুল-কলেজে যান এবং তাদের এসব ব্যবহার না করার জন্য বিভিন্ন পরামর্শ দেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে পীরগাছা সোনালী ব্যাংক সংলগ্ন রাস্তারধারে পড়ে থাকা ছেঁড়া পলিথিনের ব্যাগ, পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রি, প্লাস্টিক বোতল, সিগারেটের প্যাকেট ও বিভিন্ন আবর্জনা নিজ হাতে পরিস্কার করে সেগুলোকে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে দেন।

হাসান মাস্টার এর আগে দেশে বিদেশি টিভি চ্যানেল ও অপসংস্কৃতি প্রচার বন্ধে প্রচারণা চালান। তিনি ‘মানবতার সেবায় আমরা’ (মাসেআ) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠন থেকে তিনি নিজ অর্থায়নে শিশুদের অবৈতনিক শিক্ষা কার্যক্রম শুরু করেন।

এমনকি বৃক্ষ ও পাখি নিধন সহ বিভিন্ন পরিবেশ ও সামাজিক কাজ করে যাচ্ছেন। তার এ কাজকে সাধুবাদ জানিয়েছেন দেবী চৌধুরাণী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম রাজু, পবিত্রঝাড় ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুজ্জাহের, পীরগাছা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ জয়নুল আবেদীন ও সংবাদকর্মী মনজুরুল ইসলাম মিলন সহ সচেতন মানুষ।

প্রকৃতি প্রেমিক প্রভাষক রফিকুল হাসান জানান, পীরগাছা উপজেলাকে একটি পরিচ্ছন্ন উপজেলা হিসেবে আমরা গড়ে তুলব। শুধু ঝকঝকে, চকচকে, চোখ ধাঁধানো বিল্ডিং গড়া যথেষ্ট নয়। একদিকে চোখ ধাঁধানো বিল্ডিং অপরদিকে নোংরা পরিবেশ এটি কখনো উন্নয়নের পরিচয় বহন করেনা।

তিনি আরও জানান, আবহাওয়া জলবায়ূ পরিবর্তন নির্বিচারে বৃক্ষনিধন এবং ধূমপানের যথেচ্ছাচার কারণে আমাদের প্রিয় মাতৃভূমি আজ হুমকির মুখে। তাই আমি এসবের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। দেশবাসির প্রতি আহবান-সিগারেট ত্যাগ করুন, ফুলের সুবাস নিন। বেশি করে দেশীয় গাছ লাগান, পরিবেশ বাঁচান। পলিথিন ব্যবহার পরিহার করুন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: