নৌকাডুবিতে নিহত পরিবারদের আর্থিক সহায়তা দিলেন এমপি

পঞ্চগড় জেলার বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকা ডুবির ঘটনায় নিহতদের ২০টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। সাংসদ মজাহারুল হক প্রধানের নিজস্ব আর্থিক তহবিল থেকে প্রতিটি পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিহত পরিবারের কর্তাব্যাক্তিদের হাতে এই অর্থ তুলে দেন।
এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপংকর কুমার রায়, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, বীর মুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন, সুবেন সর্মা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে সাংসদ মজাহারুল হক প্রধান উপস্থিত নিহতদের পরিবারগুলোর উদ্দেশ্যে বলেন আপনাদের শোক সহিবার মত নয়। কোন অর্থ দিয়ে এই শোক মুছে দেওয়া যাবেনা। স্বজন হারানোর বেদনা আমি বুঝি। নিজস্ব তহবিল থেকে যতটুকু পেরেছি আপনাদের আর্থিক সহায়তা দিয়েছি। সরকার আপনাদের পাশে আছে আপনারা মনোবল হারাবেন না।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: