দীঘিনালায় সোলার বাতি বিতরণ করেছে রেড ক্রিসেন্ট

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০৯:০৪ পিএম

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সোলার বাতি বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি জেলা ইউনিট। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে দীঘিনালার আলী নগর কমিউনিটিতে বসবাসরত ৩৯ পরিবারের মাঝে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি কর্তৃক প্রেরিত এই সোলার বাতি বিতরণ করা হয়।

এ সময় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ওয়াশ প্রকল্প কর্মকর্তা হিমাংকর চাকমা, ইকোনমিক সিকিউরিটি প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা ফরহাদ হোসেন ও ইকোনমিক সিকিউরিটি প্রকল্পের মাঠ সংগঠক দিদারুল আলম রাফি উপস্থিত ছিলেন।

সোলার বাতি পেয়ে আলী নগর কমিউনিটির বাসিন্দা আব্দুর রশিদ জানান, 'রেড ক্রিসেন্ট আমাদেরকে আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করতে কাজ করছে। আমাদের গ্রামে পানির ব্যবস্থা করে দিয়েছে। এখন সোলার বাতিও দিয়েছে। রেড ক্রিসেন্টের মাধ্যমে আমরা গ্রামের সকলে অনেক উপকৃত হচ্ছি।'

একই গ্রামের বাসিন্দা ফুলমতি বেগম জানান, 'রেড ক্রিসেন্ট আমাদেরকে অর্থ দিয়ে পানি দিয়ে সহযোগিতা করেছে। এখন একটি করে বাতিও দিলো। আমরা অনেক খুশি।'

ইকোনমিক সিকিউরিটি প্রকল্পের মাঠ সংগঠক দিদারুল আলম রাফি জানান, 'বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিডি বিভাগ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি যৌথভাবে খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে ইকোনমিক সিকিউরিটি এবং ওয়াশ প্রকল্পের মাধ্যমে মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

এর ধারাবাহিকতায় বিদ্যুৎ বিহীন আলী নগর কমিউনিটির ৩৯ পরিবারকে সোলার বাতি দেয়া হয়েছে। এতে করে গ্রামের বাসিন্দারা বিশেষ করে নারীরা রাতের বেলায় রেড ক্রিসেন্ট কর্তৃক স্থাপিত পানির ট্যাপ থেকে নিরাপদে পানি সংগ্রহ করতে পারবে। পাশাপাশি পরিবারের স্কুল পড়ুয়া ছেলে মেয়েরাও তাদের পড়ালেখার কাজে এটি ব্যবহার করবে।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: