দাদার ইচ্ছা পূরণে হাতির পিঠে চড়ে বিয়ের আসরে উপস্থিত রাসেল

দাদার ইচ্ছে ছিলো রাজকীয় ভাবে নাতীর বিয়ে দেবেন। তবে সেই ইচ্ছে পূরণ হওয়ার আগেই মারা যান তিনি। তবে তিনি চলে গেলেও তার শেষ ইচ্ছেটি পূরণ করেছেন নাতী। আর তাইতো ইচ্ছা পূরণ করতেই হাতির পিঠে চড়ে বিয়ের আসরে উপস্থিত হয়েছেন নওগাঁর যুবক রাসেল। সে নওগাঁর জেলার ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নে শিববাটি গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার (১৪ অক্টোবর) পাশের গ্রাম বেলঘড়িয়াতে বিয়ের আসরে হাতির পিঠে সওয়ার হয়ে উপস্থিত হন রাসেল । পরিবারের সদস্যরা জানান, রাসেল তার দাদার খুব প্রিয় নাতি। তার ছোট বেলায় দাদা রাজকীয় বিয়ের অছিয়ত করেছিলেন। সেই ইচ্ছা পূরণ করতে রাসেলের ‘রাজকীয় বিয়ে’র আয়োজন করা হয়।
ইতিমধ্যে এই আয়োজন দেখতে ভিড় করছেন গ্রামবাসীরা। রাজকীয় এই বিয়ে উপলক্ষে বাড়িতে এক সপ্তাহ ধরে চলে প্রস্তুতি। এছাড়া ৫০ হাজার টাকায় হাতিটি ভাড়া করে আনা হয়েছে বলে জানায় স্বজনরা। বর্তমানে হাতির পিঠে চড়ে বর উপস্থিত হওয়ায় বিয়ে বাড়িতে তৈরি হয়েছে এক ভিন্ন আনন্দঘন পরিবেশ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: