গাইবান্ধায় হিরোইনসহ মাদক সম্রাজ্ঞী আটক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ০৪:২২ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হেরোইনসহ সেলিনা বেগম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মাদক ব্যবসায়ী আতাউল রহমানের স্ত্রী।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দল গোপন সংবাদের ভিত্তিতে ওই জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযানে থানা পুলিশও তাদের সঙ্গে যোগ দেয়। একপর্যায়ে আড়াই লাখ টাকা মূল্যের হেরোইনসহ সেলিনা বেগমকে আটক করা হয়। এসময় তার স্বামী আতাউল রহমান অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়। সেলিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: