পাকিস্তান সফরে যাওয়ার কথা ভাবছে ভারত

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ০৫:১৩ পিএম

দীর্ঘ ১৫ বছর পর অবশেষে পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়ার কথা ভাবছে ভারত। অবিশ্বাস্য শোনালেও এই খবর সত্যি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আগামী বছর এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান। সেই ৫০ ওভারের প্রতিযোগিতায় খেলতে ভারতকে যেতে হতে পারে বাবর আজমের দেশে। এই আলোচনা এখন ভারতীয় ক্রিকেট বোর্ডে শুরু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) খেলাভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম 'ক্রিকবাজ' এ তথ্য নিশ্চিত করেছে।

২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতায় খেলতে পাকিস্তান যেতে পারে ভারত। ক্রিকবাজের এক প্রতিবেদন বলছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বিষয়টি নিয়ে ইতিবাচক চিন্তাভাবনা শুরু করেছেন। তবে ভারত সরকারের অনুমতি পেলেই যেতে পারবেন রোহিত-কোহলিরা। ভারত সর্বশেষ ২০০৬ সালে দ্বিপাক্ষিক সিরিজের জন্য পাকিস্তান সফর করেছিল।

রাজনৈতিক কারণে ২০১২ সালের পর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ হয়ে যায়। শুধু বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসি প্রতিযোগিতায় দুই দেশ মুখোমুখি হতো। তবে এবার ভিন্নকিছু হতে চলেছে। ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। তার আগে পাকিস্তানে যাতায়াতের পথ খুলে দিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

এশিয়া কাপের আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যার প্রধান ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ। বিসিসিআই এক কর্মকর্তা বলেন, ‘ভারতের পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের উপর।’ তবে ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা কম। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য সরকারের অনুমতি প্রয়োজন। এখন তা সম্ভব নয় বলে মনে করছে বোর্ড। সূত্র - ক্রিকবাজ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: