সিআইডি পরিচয়ে প্রতারকের হত্যা মামলা তদন্ত, অতঃপর শ্রীঘরে

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ০৫:১৩ পিএম

বগুড়ার শাজাহানপুরে স্কুলছাত্র বুলবুল হোসেন বিজয় (৯) হত্যার তদন্তে গিয়ে সিআইডি পরিচয় দিয়ে টাকা দাবী করার অভিযোগে আমিনুল ইসলাম ওরফে নুরুজ্জামান নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ৩৫ বছরের নুরুজ্জামান বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের জয়নাল শাহের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রতারক আমিনুল ইসলাম ওরফে নুরুজ্জামান মাদলা লক্ষিকোলা কাজিপাড়া গ্রামে হত্যার শিকার স্কুলছাত্র বিজয়ের বাড়িতে গিয়ে নিজেকে সিআইডি পরিচয় দিয়ে তদন্তের খরচা বাবদ ১ হাজার টাকা দাবী করেন। এসময় বিজয়ের বাবা সাইদুল ইসলাম সরল মনে ৫০০ টাকা দেন। কিন্তু প্রতারক নুরুজ্জামান আরো ৫০০ টাকার জন্য চাপাচাপি করেন।

তখন সন্দেহ হলে তার কাছে সিআইডির পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র দেখাতে না পারলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত স্কুলছাত্র বুলবুল হোসেন বিজয়ের বাবা সাইদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: