রাশিয়া থেকে দিল্লিগামী বিমানে বোমা হামলার হুমকি

                       
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ১৪ অক্টোবর ২০২২
ছবি: সংগৃহীত

ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়া থেকে দিল্লিগামী একটি ফ্লাইটে বৃহস্পতিবার রাতে বোমা বিস্ফোরণের একটি হুমকিমূলক ই-মেইল সতর্কতা পাওয়া গেছে। বৃহস্পতিবার ১৩ অক্টোবর রাতে ই-মেইল এ বার্তা পাঠানো হয়। দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এনডিটিভির প্রতিবেদনে একথা বলা হয়েছে।

হুমকি মেইলের পরে, নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছিল এবং বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়। ফ্লাইটটি ইতোমধ্যে পরীক্ষা করা হয়েছে।এতে এখনও পর্যন্ত কিছুই পাওয়া যায়নি।

দেশটির কর্মকর্তারা বলেছেন, বিমানটিকে বিচ্ছিন্ন করা হয়েছে। পুলিশ জানায়, ফ্লাইটটি রাশিয়া থেকে ভোর ৩টা ২০ মিনিটে ভারতের নয়াদিল্লি­বিমানবন্দরে পৌঁছায়।

একজন কর্মকর্তা জানিয়েছেন, মস্কো থেকে টার্মিনাল-৩ এ আজ রাত ৩ টা ২০ মিনিটে একটি বোমা আসার কথা ছিল। ফ্লাইট নম্বর এসইউ-২৩২ রানওয়ে ২৯-এ অবতরণ করেছে।

ফ্লাইট থেকে মোট ৩৮৬ জন যাত্রী এবং ১৬ জন ক্রু সদস্যকে নামানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দেশটিতে এমন ঘটনা এবারই প্রথম নয়। প্রতিবেদনে বলা হয়েছে, ১০ সেপ্টেম্বর বিমানবন্দরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমার হুমকির কল পাওয়ার পরে নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছিল।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]