শ্যামনগরে টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ১০:০০ পিএম

মাছুম বিল্লাহ, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উপলক্ষে একযোগে উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে মানববন্ধন হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের বাস্তবায়নে ও বারসিকের সহযোগিতায় উপজেলার কৈখালী, রমজাননগর, মুন্সিগঞ্জ, আটুলিয়া, বুড়িগোয়ালীনি, পদ্মপুকুর, গাবুরা, কাশিমাড়ি, ইউনিয়নের শতশত মানুষ টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে ক্ষয়ক্ষতির কমানোর দাবিতে ভাঙন কবলিত স্থানে দাঁড়িয়ে মানববন্ধন করেন।

এসময় তারা বলেন উপজেলার গাবুরা ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অচিরেই যেকোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসলে পাশ্বেমারী, হরিসখালী, ডুমুরিয়া, নেবুবুনিয়া এবং গাবুরা ইউনিয়নের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধনে কৈখালী ইউনিয়নের জনসাধারণ বলেন কৈখালী,পূর্ব কৈখালী, কাঠামারী, নিদয়া, নৈকাটি ও বৈশখালী স্থান সংলগ্ন স্থান ঝুকিপূর্ণ হলেও এসমস্ত স্থান সংষ্কারের কোন উদ্যোগ দেখা যাচ্ছেনা। এসময় উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী, গোলাখালীর বেঁড়িবাধ, পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী, ঝাপা, কামালকাটি, খুটিকাটা, চাউলখোলা, বন্যতলার বেড়িবাঁধ, কাশিমাড়ি ইউনিয়নের ঝাঁপালি, ঘোলা গ্রাম সংলগ্ন বেড়িবাঁধ, মুন্সিগঞ্চ ইউনিয়নের হরিনগর, বড় ভেটখাল, চুনকুড়ি, মীরগাং সংলগ্ন বেড়িবাঁধ, বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি, দাতিনাখালী, চুনা ও আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষীর ঝুঁকি পূর্ণ স্থান আশু সংস্কারের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর জোর দাবি জানান স্ব স্ব ইউনিয়নের জনগন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক,সদস্য, গন্যমান্য ব্যক্তি বর্গ সহ এলাকার সাধারণ জনগন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: