শাহীন মাহমুদ রাসেল

কক্সবাজার প্রতিনিধি

সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, ৫ ঘন্টা পর মিললো মরদেহ

                       
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ১৪ অক্টোবর ২০২২

কক্সবাজারের সমুদ্রে গোসলে নেমে মোহাম্মদ তাহসিন (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকালে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে থেকে মৃতদেহটি উদ্ধার করে। তার আগে সকাল ১০ টায় গোসলে নেমে ভাটার টানে নিখোঁজ হন তাহসিন। ছাত্র কুমিল্লা জেলার দেবীদ্বার সদরের গোলাম হোসেনের ছেলে ও কুমিল্লার কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার সকালে কুমিল্লার একটি মাদ্রাসা ৪ শিক্ষার্থী কক্সবাজার ভ্রমনে আসেন। এসেই তাঁরা সমুদ্র সৈকতের সীগার্ল পয়েন্টে গোসল করতে নামেন। কিন্তু ভাটার টানে তাহসিন সমুদ্রে নিখোঁজ হন।

এবিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান বলেন, নিখোঁজের প্রায় ৫ ঘন্টা পরে বীচকর্মী ও লাইফগার্ড সদস্যরা তাহসিনের মৃতদেহটি উদ্ধার করেছে। লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। তাহসিনের বাবা মা কুমিল্লা থেকে রওয়ানা দিয়েছেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]