হা-ডু-ডু খেলায় দৃষ্টি প্রতিবন্ধীদের চমক

‘দৃষ্টি জয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ৫৪তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে এই খেলার আয়োজন করে গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম। গ্রামীণ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্রের সভাপতি আবরার এইচ কে ইউসুফ জাইয়ের তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল ইসলাম লিন্টু।
খেলা দেখতে আসা শিক্ষক আনিছুর রহমান, ব্যবসায়ী হুমায়ন সিকদার ও গৃহিণী শেফালি বেগম বলেন, খেলা দেখতে ভাল লাগে। জীবনে অনেক খেলাই দেখেছি। দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা হয় বলে শুনেছি, কোনোদিন দেখা হয়নি। আজ খেলা দেখে খুব ভাল লাগলো।’ এ সময় দৃষ্টি প্রতিবন্ধীদের তাদের যোগ্যতা অনুযায়ী সরকারি ও বেসরকারি দপ্তরে কাজে লাগানোর সুপারিশ করেন তারা।
খেলোয়াড় ওয়াহেদ আলী, আলী আকবর, তোরাব আলী ও আব্দুর রহমান বলেন, আমরা গত ৩৫ বছরে অন্তত ২৫ বার হা-ডু-ডু খেলায় অংশ নিয়েছি। হা-ডু-ডু খেলতে আমাদের খুব ভাল লাগে। রেফারি ও খেলা পরিচালনা কমিটির সদস্যরা আমাদের মাঠের লাইন দেখিয়ে দেয়। আমরা এ পর্যন্ত প্রায় ২০টি খেলায় বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছি।
আয়োজক কমিটির সভাপতি আবরার এইচ কে ইউসুফ জাইয়ের তনু বলেন, বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে খেলোয়াড় ও দর্শকদের একটু আনন্দ দিতেই এই খেলার আয়োজন করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীরা অনেকেই ভিক্ষাবৃত্তি করে। তাদের কর্মসংস্থান দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। বিজয় দিবসসহ বিভিন্ন দিবসে এ ধরনের খেলার আয়োজন করা হবে। এ ছাড়া প্রতিবন্ধীদের বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়। খেলায় সাদা ও নীল দল অংশগ্রহণ করে। বিজয়ী হয় নীল দল। তাদের পুরস্কার হিসেবে নগদ অর্থ দেওয়া হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: