ক্ষমতাসীনরা বেহেশতে, দেশের মানুষ দোজখে: জিএম কাদের

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ১১:২২ পিএম

বর্তমান সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, যারা সরকারি দলের অংশ তারাই বেহেশতে। দোজখের আগুনে পুড়ছে দেশের মানুষ। শনিবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান কলেজিয়েট স্কুল মাঠে থানা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশের বেশির ভাগ মানুষ টাকার অভাবে সঠিকভাবে বাজার করতে পারছে না। অন্যদিকে দেশের আরেকটি অংশ টাকা রাখার জায়গা পাচ্ছে না। তারা হাজার হাজার টাকা বিদেশে পাচার করছে। তিনি বলেন, যেখানে জনগণের মৌলিক অধিকার নেই সেখানে মেগা প্রকল্প নেয়া হচ্ছে শুধু লুটপাটের জন্য। মেগা প্রজেক্ট মানেই মেগা লুট।

গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, উপনির্বাচন প্রমাণ করে স্বৈরাচারী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন চাইলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সরকার ও সরকারি দলকে খুশি করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন অনিয়মকে নিয়মে পরিণত করে।

জাপার এই শীর্ষ নেতা বলেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ব্যাপক কারচুপির কারণে আমরা নির্বাচন কমিশনকে নির্বাচন বাতিল করতে বলেছি। কমিশন নির্বাচন বন্ধ ঘোষণা করেছে। এজন্য আমরা কমিশনকে ধন্যবাদ জানাই। আমরা আবারও দাবি জানাচ্ছি, নতুন তফসিল ঘোষণা করে পুনঃনির্বাচন করা হোক। কোনো কারচুপির নির্বাচন আমরা মেনে নেব না।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: