নড়াইল জেলা পরিষদ নির্বাচনে প্রচারনার শেষ দিনে সদস্য প্রার্থীর ওপর হামলা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ১০:৪৫ এএম

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে প্রচারণার শেষ দিনে সদস্য প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার (১৫ অক্টোবর) রাতে এ হামলার ঘটনা ঘটে।এ সময় দুর্বৃত্তরা প্রচারণার কাজে ব্যবহৃত দুইটি প্রাইভেটকার ভাঙচুর করে।হামলায় সদস্য প্রার্থী পলাশের গাড়িচালক জামাল হোসেন (৪২) আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন নড়াইল জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী (কালিয়া উপজেলা) খান শাহিন সাজ্জাদ পলাশ নির্বাচনী প্রচারণার শেষ দিনে অনুসারীদের নিয়ে প্রচারণা চালান। রাত সাড়ে ১০টার দিক প্রচারণা শেষে কালিয়া পৌর ভবন চত্বরে পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হিরা, উপজেলা চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান শামীম আহমেদ, খান শাহিন সাজ্জাদ পলাশসহ তার অনুসারীরা বসেছিলেন। বিদ্যুৎ না থাকায় ২০ থেকে ৩০ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে দুটি গাড়ি ভাঙচুর করে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান এই কর্মকর্তা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: