জেলা পরিষদ নির্বাচন: এক ঘণ্টায় ভোট পড়েনি একটিও

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ। তবে সোমবার (১৭ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত কালুখালী উপজেলা কেন্দ্রে ভোট পড়েনি একটিও। অলস সময় পার করছেন কেন্দ্রের প্রিজাইডিং, পোলিং ও এজেন্টরা। কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোসহ মোতায়েন করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা যায়, রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একেএম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ), বিদ্রোহী প্রার্থী দীপক কুণ্ডু (মোটরসাইকেল) ও স্বতন্ত্রপ্রার্থী ইমামুজ্জামান চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। একই সঙ্গে জেলার পাঁচ উপজেলায় ১৮ জন সদস্য ও ৭ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই নির্বাচনে ৫৯৮ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা এসএম নাছিম আখতার বলেন, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হলেও এক ঘণ্টায় একটি ভোটও পড়েনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা উপস্থিত হবেন। এ কেন্দ্রে পুরুষ ভোটার ৭১ জন ও নারী ভোটার ২৩ জন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: