জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক পেয়েছেন একটি ভোট

পঞ্চগড় জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মো. মাসুদ করিম জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে একটি মাত্র ভোট পেয়েছেন। তিনি পঞ্চগড় জেলার তিন নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এ নিয়ে জেলায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। তিনি জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। গত ২৭ জুলাই তিনি পঞ্চগড় জেলা কৃষকলীগের দায়িত্ব পেয়েছিলেন।
একটি মাত্র ভোট পাওয়া বিষয়ে মাসুদ করিমকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান আসলে আমি টাকার কাছে হেরে গেছি। আমি নিয়মতান্ত্রিক ভাবে নির্বাচনে প্রচারনার কাজ চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু গত কয়েকদিন আগে বুঝতে পারলাম ভোটারদের টাকার লোভ দেখিয়ে প্রভাব বিস্তারের চেস্টা চলছে। এজন্য কয়েকদিন আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার নির্বাচনী প্রচার বন্ধ করার। কারন টাকা পয়সার যে উৎপাত চলছিল এজন্য ভোটারদের বলেছিলাম কে কোথায় টাকা নিবে নাও আমার কোন আপত্তি নেই। যদি টাকার খেলা না হইতো তাহলে আমাকে হারানোর মত কোন প্রার্থী ছিল না। এজন্য আজকের ভোটের দিন হলেও ভোট কেন্দ্রেও যাইনি।
এদিকে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাঁচ উপজেলার পাঁচটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। মোট ৬১২ জন ভোটারের মধ্যে ৬০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আনসার, পুলিশ, বিজিবি, র্যাবের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার ও একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেন।
নির্বাচনে পঞ্চগড়-১ সংরক্ষিত আসনে নারী সদস্য (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) নির্বাচিত হয়েছেন আকতারুন নাহার সাকী এবং পঞ্চগড়-২ সংরক্ষিত আসনে নারী সদস্য (বোদা ও দেবীগঞ্জ) নির্বাচিত হয়েছেন তানজিনা ইয়াসমিন। সাধারণ সদস্য হিসেবে তেঁতুলিয়া উপজেলায় আলমগীর কবির, সদর উপজেলায় রুবেল ইসলাম, আটোয়ারী উপজেলায় বাবু কমলেশ চন্দ্র ঘোষ, দেবীগঞ্জ উপজেলায় আক্তার হোসেন নিউটন নির্বাচিত হয়েছেন। এর আগে বোদা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন আব্দুর রহমান।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: