সিএনজিতে ঘুরে ঘুরে অপহরণ করতেন তারা

চট্টগ্রামে হাজারী গলি থেকে খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৭ অক্টোবর) তাদের হালিশহর থানার মুহুরি পাড়া ও রঙ্গীপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভুক্তভোগী খোরশেদ আলমকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার চার ব্যক্তি হলেন- মোহাম্মদ জাহেদ আলম (১৮), মো. বেলাল হোসেন ইমন (১৮), মো. কাউছার (১৯) ও মো. ইমন (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, অপহরণকারী চক্রের সদস্যরা বিভিন্ন সময়ে সিএনজিচালিত অটোরিকশা ভাড়ায় নিয়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। সাদাসিধে ধরনের পথচারীরা তাদের টার্গেট। টার্গেটকে অপহরণ করে চক্রের সদস্যরা নিজেদের আস্তানায় নিয়ে যেতেন। পরে নারীদের সঙ্গে ভুক্তভোগীকে জড়িয়ে অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করতেন অপহরণকারীরা।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রোববার (১৬ অক্টোবর) দুপুরে কোতোয়ালি থানার হাজারী গলির মুখে রাস্তার ওপর থেকে আসামিরা খোরশেদুল আলমকে অপহরণ করেন। অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ২৪ হাজার টাকা বিকাশে দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ওসি আরো বলেন, মামলা দায়েরের পর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, বিকাশ নম্বর ও তথ্য প্রযুক্তির সাহায্যে আসামিদের শনাক্ত করে হালিশহর থানার রঙ্গীপাড়া ছোট মসজিদ এলাকায় অভিযান চালিয়ে জাহেদ ও বেলালকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মুহুরী পাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ভুক্তভোগী মো. খোরশেদুল আলমকে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত মো. কাউছার ও মো. ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। মনোয়ার ও ইয়াছমিন আক্তার মনি কৌশলে পালিয়েছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: