মায়ের বিচার চেয়ে আদালতে মরিয়মের ভাইয়ের জবানবন্দি

খুলনা থেকে নিখোঁজ ও ফরিদপুর থেকে উদ্ধার হওয়া রহিমা বেগম তার দ্বিতীয় স্বামীকে নিয়ে অপহরণের নাটক করেছিলেন। এমন দাবি করে জবানবন্দি দিয়েছেন তাঁর ছেলে মোহাম্মদ মিরাজ আল শাদী। এটা তার ইগোতে লেগেছে। এজন্য তিনি স্বেচ্ছায় মায়ের বিচার চেয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) বিকেলে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার আহম্মেদের আদালতে তিনি জবানবন্দি দেন।
এ তথ্য নিশ্চিত করেন খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি সৈয়দ মুশফিকুর রহমান। তিনি জানান, মিরাজ সোমবার বিকেলে খুলনা পিবিআই কার্যালয়ে গিয়ে মায়ের বিরুদ্ধে জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেন। পরে পুলিশ তাকে আদালতে নিয়ে যায়। মিরাজ তার মায়ের বিচার চেয়ে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।
তিনি জানান, রহিমা বেগম বিভিন্ন জায়গায় আত্মগোপন করে মিথ্যা কথা বলেছেন। জমি অধিগ্রহণের বিষয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য অপহরণ বলে প্রচার করা হয়েছে। রহিমার অপহরণের সঙ্গে তার দ্বিতীয় স্বামী বেল্লাল হাওলাদারও জড়িত। এ ঘটনায় অনুতপ্ত হয়ে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন তার ছেলে। তার ছেলে মিরাজ জানান, তার মা এর আগেও আত্মগোপন করেছিলেন।
এদিকে রবিবার (১৬ অক্টোবর) রহিমা বেগম আবারো নিখোঁজ হয়েছেন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তার মেয়ে আদুরী আক্তার জানান, রহিমা বেগম এখনো তার সঙ্গেই আছেন। এরআগে গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশার বণিকপাড়া থেকে রহিমা নিখোঁজ হন বলে তার পরিবারের অভিযোগ। পরে ২৪ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে রহিমা বেগমকে উদ্ধার করে পুলিশ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: