তাহিরপুরে শেখ রাসেল দিবসে বনাঢ্য র‍্যালী

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ০২:৪৮ পিএম

শেখ রাসেল দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বনাঢ্য র‍্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পুষ্প স্তবক অর্পণের মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজন বনাঢ্য র‍্যালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

এর পূর্বে শেখ রাসেল উপজেলা চত্বরে নির্মিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। এর পর উপজেলা প্রশাসন, পুলিশ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংঘটনের পক্ষে পুষ্প স্তবক অর্পন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, এসিল্যান্ড আসাদুজ্জামান রনি, ওসি সৈয়দ ইফতেখার হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দোলা,আনসার ভিডিপি কর্মকর্তা শহীদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা আ,লীগের দপ্তর সম্পাদক ও প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুল কাদির, যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: