সিংড়ায় বিদ্যুৎ পৃষ্ঠে বিএনপির নেতার মৃত্যু

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ০৩:৫৫ পিএম

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুর রহমান হেদা (৫৫) আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন। সে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ঐ গ্রামের মৃত হামিদুর রহমানের পুত্র।

জানা যায়, মঙ্গলবার নিজ বাড়ি থেকে মটরের লাইনের সংযোগ নিতে মেরামত শুরু করে। এক পর্যায়ে সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়। ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: