সৌরভকে প্রায়ই সবই খাইয়েছি: মিথিলা

বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এখন ওপার বাংলার বধূ। এখন সেখানেই সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসের সঙ্গে। দুজনের রসায়নও বেশ জমে উঠেছে। মন্টু পাইলট-২ দিয়ে নজর কেড়েছেন সৌরভ-মিথিলা। দুজনের মধ্যে এখন বন্ধুত্বের সম্পর্ক।
সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন সৌরভ। ঢাকায় নামার পর সৌরভ দাসের সঙ্গে মিথিলার কথোপকথন হয়। মিথিলা জানান, ও আমার খুব ভালো বন্ধু। তুই-তোকারি টাইপেরও। ওকে আমি বাংলাদেশের কালচার শিখিয়েছি। যার ফলে সে এসে আমাকে দোস্ত দোস্ত করে বলছিল।
বাংলাদেশে আসার পর সৌরভকে প্রায় সব নামি খাবার খাইয়েছেন মিথিলা। মিথিলা জানান, বাসায় দাওয়াত করে যা যা খাবার রয়েছে সব রান্না করে খাইয়েছি সৌরভকে। অবশ্য আমি রান্না করিনি। মা রান্না করেছে। আমার মা-বাবার সঙ্গেও সৌরভের বেশ ভালো খাতির। যার ফলে ওর খাতির-যত্ন ভালোভাবেই হয়েছে।
কী কী খাইয়েছেন সৌরভকে? জানান, তালিকায় ছিল পোলাও, একাধিক পদের মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, মাছ বেশ কয়েক পদের, শুঁটকি ছিল বহু ধরনের। শুঁটকি সৌরভের ভীষণ পছন্দের। যার ফলে শুঁটকির প্রতি ওর আগ্রহ ছিল। মা এসব যত্ন নিয়ে রান্না করেছিল।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: