খুলনায় পরিবহণ কেন বন্ধ, জানালেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ১১:০৬ পিএম

খুলনায় বিএনপির মহাসমাবেশ উপলক্ষ্যে জানমালের ভয় পাওয়ায় মালিকরা তাদের পরিবহণ বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার (২১ অক্টোবর)  রাতে বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

সেতুমন্ত্রী জানান, পরিবহণ মালিকরা বিএনপির সমাবেশের কথা শুনলেই এখন ভয় পায়। তারা জানমালের ক্ষতির ভয় পাচ্ছে। সে কারণে পরিবহণ বন্ধ করেছে। আমরা তো আর বিআরটিসির বাস বন্ধ করছি না। পরিবহণ মালিকরা সরকারের বিরুদ্ধেও ধর্মঘট করে থাকে।এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি লাঠিতে কেন পতাকা টানায়, এটা কিসের আলামত?

এসময় ‘১০ ডিসেম্বর থেকে বিএনপির কথায় দেশ চলবে’ এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা রঙিন খোয়াব। বিএনপি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। ডিসেম্বর বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমরাই উজ্জীবিত থাকব।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: