সাকিব নয় লিটনকে বেছে নিলেন হার্শা

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ১০:৫৫ এএম

দেশের ক্রিকেটে সেরা ব্যাটারদের তালিকা করা হলে এখন উপরের দিকেই থাকবে লিটন দাসের নাম। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলে নিয়েছেন এই ক্রিকেটার। হয়েছেন আরও পরিণত। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নজরও থাকবে লিটনের ব্যাটের দিকেই।

দারুণ সব শটে সমর্থকদের মন জয় করা লিটনকে নিয়ে এই বিশ্বকাপে বাজ ধরছেন হার্শা ভোগলে। লিটনকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ক্রিকেটার আখ্যা দিয়ে ক্রিকবাজের প্লেয়ার টু ওয়াচ আউট ভিডিওতে হার্শা বলেন, ‘সত্যিকার্থে আমি বিশ্বাস করি এখন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা খেলোয়াড় লিটন দাস।‘

ক্যারিয়ারের বেশিরভাগ সময় টি-টোয়েন্টিতে ওপেন করলেও আরব আমিরাত সফর থেকে তিন বা চারে ব্যাটিং করছেন লিটন। নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজেও ওপেনিংয়ে দেখা যায়নি তাকে। বিশ্বকাপের মঞ্চে তিনে ব্যাটিং করতে দেখা যাবে লিটনকে, এটা প্রায় নিশ্চিত। তবে তাকে কেন তার জায়গা থেকে সরিয়ে দেয়া হয়েছে সেটা বুঝতে পারছেন না হার্শা।

তিনি বলেন, ‘আমি ভাবতে পারছি না কেন তারা লিটনকে তার পজিশন থেকে নিচে নামিয়ে দিলো। টপ অর্ডার থেকে কেন অন্য কোথাও সরিয়ে নেয়া হলো? সে তো টি-টোয়েন্টির সেরা ব্যাটার। বাংলাদেশ থেকে আমি লিটন দাসকে বেছে নেবো।’

পরিসংখ্যান বা অর্জনে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। কদিন আগে মোহাম্মদ নবিকে টপকে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। তবে টি-টোয়েন্টিতে সাকিব আগের জায়গায় নেই বলে মনে করেন হার্শা।

তিনি বলেন, ‘আমি কিভাবে সাকিবের নাম ম্যানশন না করি। আমি সবসময় আমার দলে সাকিবকে রাখি। আমার মনে হয় টি-টোয়েন্টিতে আপনি যখন সাকিবের কথা বলবেন তখন আপনাকে দেখতে হবে সে কিভাবে ব্যাটিং করে, ইনজুরি, ভ্রমণ এবং সে কতটা ম্যাচ খেলছে। আমার মনে হয় না ১২-১৪ মাস আগে সাকিব যেমন ছিল এখন তেমন আছে। ১২ বা ১৪ বা ২০ মাস আগে হলে আমি নিশ্চিতভাবে ভুল প্রমাণিত হতাম।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: