মাথায় গাছের ডাল ভেঙে পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০৭:২১ পিএম

ঘুর্ণিঝড় সিত্রাং এর ভারী বর্ষণে নড়াইলের লোহাগড়ায় গাছের ডাল পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মর্জিনা বেগম (৩২), তিনি বাগেরহাট জেলার স্বামী পরিত্যাক্তা তার ছেলে জিহাদ (১১) কে নিয়ে দীর্ঘদিন লোহাগড়া পৌর এলাকার রাজপুর গ্রামের আব্দুল গফ্ফারের বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো সোমবার (২৪ অক্টোবর) সকালে ভাড়া বাসা থেকে কাজের উদ্দেশ্যে বাহির হয়৷ পথিমধ্যে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরের পল্লি সঞ্চয় ব্যাংকের অদুরে পৌছলে মেহগনি গাছের ডাল ভেঙ্গে মাথার উপর পড়লে গুরুতর আহত হয়৷ পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে৷ স্বজনরা এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে৷

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: