নড়াইলের মহাসড়কে ১৯ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ০২:০২ পিএম

সিত্রাং ঝড়ের প্রভাবে পড়ে থাকা বটগাছ অপসারণের পর প্রায় ১৯ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। ফায়ার সার্ভিসহ জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে ঝড়ে পড়ে যাওয়া বটগাছ অপসারণ করে। এরপর মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সিত্রাং ঝড়ের প্রভাবে নড়াইলের মাদরাসা এলাকায় বটগাছ পড়ে ঢাকা-মাওয়া-বেনাপোল মহাসড়কে ১৯ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে গাছটি পড়ে যায় বলে স্থানীয়রা জানায়। এ কারণে ঢাকা বেনাপোলগামী যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্সসহ সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, দুপুর ১২ টার দিকে গাছ কেটে অপসারণের পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: