রাণীশংকৈলে শিক্ষক দিবস পালিত

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষকসহ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে ডিগ্রি কলেজ মাঠে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ'র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
এতে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, আ.লীগ সভাপতি সইদুল হক ও সম্পাদক তাজউদ্দীন আহাম্মদ,শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ও মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার বেলাল হোসেন, বাশিস সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, স্বাধীনতা শিক্ষক পরিষদ সম্পাদক সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক সোহেল রানা, রানীশংকৈল প্রাথমিক শিক্ষক সমিতির আহব্বায়ক কমিটির সদস্য প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহকারি শিক্ষক মকবুল হোসেন, হুমায়ুন কবির, আমিরুল ইসলাম, বাশিস সম্পাদক মোসারফ হোসেন, নেকমরদ কারিগরি কলেজ সহকারি অধ্যাপক মনিরুজ্জামান মনি ও রুকুন্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানসাহ ইকবাল, সহকারি অধ্যাপক শাহজাহান আলী, শিক্ষিকা স্নিধা, বীরমুক্তিযুদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, ইডুকো বাংলাদেশি প্রতিনিধি মোতাহার হোসেন, ইএসডিওর ম্যানেজার খাইরুল আলম, প্রধান শিক্ষক কুশমত আলী, দিলারা বেগম, মানিক (প্রমুখ)৷ অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক৷
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: